Teachers' Day: শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিলিগুড়ির 2 শিক্ষক - Getting Siksharatna on Teachers Day
পড়ুয়াদের মূল স্রোতে ফেরানোর জন্য শিক্ষারত্ন পাচ্ছেন শিলিগুড়ির দুই শিক্ষক (Two Teachers of Siliguri are Getting Siksharatna) । করোনার সময় পড়ুয়াদের পঠনপাঠন চালিয়ে যাওয়ার জন্য নানা উদ্যোগ নেন ওই দুই শিক্ষক । শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয় ওঁদের উপর ভরসা রেখেছিল গোটা রাজ্যের বহু পড়ুয়া । আর তাঁদের ওই অবদানের জন্য শিক্ষারত্ন পাচ্ছেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস ও শিলিগুড়ি বরদাকান্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ ঘোষ । করোনার সময় যখন সমস্ত স্কুল বন্ধ ছিল তখন পড়ুয়ারা যাতে পড়াশুনো চালিয়ে যেতে পারে সেজন্য প্রথমে পড়ুয়াদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন এই দু'জন। দেখতে দেখতে শুধু নিজের স্কুল তো বটেই রাজ্যের অন্যান্য স্কুলের পড়ুয়ারাও যোগ দিতে শুরু করে সেখানে । অন্যদিকে, শিক্ষক অমিতাভ ঘোষ পড়ুয়া তো বটেই, অন্য শিক্ষকদেরও প্রশিক্ষণ দেন। ছাত্রদের পড়াশোনার পাশাপাশি তাদের আবৃত্তি, গান এবং খেলাধুলােতে এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকেন ।
Last Updated : Sep 5, 2022, 7:22 AM IST