হাসপাতালের বেডে শুয়েই মাধ্যমিক পরীক্ষা জলপাইগুড়ির দুই পরীক্ষার্থীর - হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা
হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল জলপাইগুড়ির উৎপল ও শিউলি । সোমবার বিকেল থেকেই জ্বর ও বমি নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয় শিউলি । কিন্তু মনের জোরেই হাসপাতালের বেডে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল সে । অন্যদিকে, উৎপলের শরীরে রক্তের অভাব ছিল । তাই হাসপাতালের বেডে স্যালাইন নিয়েই পরীক্ষা দিল উৎপল । প্রসঙ্গত, সরকারের তরফে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা কেন্দ্র চালু করা হয় ।