Bhatpara Blast: ভাটপাড়ায় বহুতলের দোকানে বিস্ফোরণ, জখম 2 - ভাটপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া নয়া বাজার এলাকায় একটি বহুতলের দোকানে বিস্ফোরণ
ভাটপাড়া থানার পিছনে ও ভাটপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া নয়া বাজার এলাকায় একটি বহুতলের দোকানে বিস্ফোরণ। এই ঘটনায় জখম হয়েছেন 2 জন (Two Injured in Bhatpara Blast)। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে নাকি, অন্য কোনও কারণে তা খতিয়ে দেখছে দমকলবাহিনী। সূত্রের খবর, বিস্ফোরণের কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে ।