Elephant Fight in Jalpaiguri : একপক্ষ দাঁতাল ও আরেকপক্ষ মাকনা, শুঁড়ে শুঁড় জড়িয়ে তুমুল লড়াই - Elephant Fight video viral
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাঁতাল ও একটি মাকনা হাতির লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে (Elephant Fight video viral) ৷ বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতরে নিরিবিলি জায়গায় দুই হাতির এই লড়াইকে সেনা আবাসনের বাসিন্দারাই ক্যামেরা বন্দি করেছেন বলে সূত্রের খবর ৷ কেউ কাউকে একচুল ছাড়তে রাজি নয় ৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় ৷ প্রায়ই ডুয়ার্সের জঙ্গল থেকে কখনও হাতি লোকালয়ে আবার কখনও সেনা ছাউনির ভিতরেও ঢুকে পড়ে। মূলত খাবারের লোভেই হাতির দল লোকালয়ে চলে আসে । তবে সেনা ছাউনির ভিতরে এই ভিডিয়ো নিয়ে বনবিভাগের কাছে জানতে চাওয়া হলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের তরফে জানানো হয়, এ নিয়ে কিছুই জানে না ৷