পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Two Elephant In Birbhum : ফের দু‘টি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঢুকল বীরভূমে

By

Published : May 2, 2022, 2:36 PM IST

বর্ধমান থেকে অজয় নদ পার হয়ে বীরভূমের পাড়ুইয়ে ঢুকে পড়ল দু‘টি দাঁতাল (Two Elephant Enter) ৷ 1 মে একই ভাবে একটি দাঁতাল বীরভূমে ঢুকেছিল। ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করেন বন দফতরের কর্মীরা ৷ সেই সময় গুরুতর জখম হন এক বনকর্মী ৷ ওই বনকর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ পরে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ সোমবার ফের দু‘টি পূর্ণবয়স্ক দাঁতাল ঢুকে পড়ে বীরভূমের পাড়ুই থানার শাকবাড়ি এলাকায় ৷ তবে হাতি দু‘টি শান্ত প্রকৃতির। তাই কোনও ক্ষয়ক্ষতি করেনি। বন দফতরের কর্মীরা হাতি দু‘টির পায়ে শিকল বেঁধে রেখেছে ৷ পরে এদের বাঁকুড়া অথবা দলমার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details