Asansol By Poll 2022 : ইভিএম মেশিনের ছবি তোলার অভিযোগে রানিগঞ্জে আটক 2 - two detained for allegedly taking pictures of evm machine at raniganj
আসানসোল লোকসভা উপনির্বাচনের রানিগঞ্জ বিধানসভা এলাকার ভোট কেন্দ্র থেকে ভোট গণনার উদ্দেশ্যে ইভিএম মেশিনগুলি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল (Asansol By Poll 2022)। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তায় ইভিএম মেশিন যাচ্ছিল ভোট গণনা কেন্দ্রে । ঠিক সেই সময় রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের নেতাজি স্ট্যাচুর কাছে ইভিএম গাড়িতে করে নিয়ে যাওয়ার ছবি তুলতে থাকে দুই যুবক। কেন্দ্রীয় বাহিনী পুলিশ ওই দুই যুবককে আটক করে । তাঁদের কাছ থেকে মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছয় । আটক দুই যুবককে রানিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী।
TAGGED:
Asansol By Poll 2022