Tribute to Abe: পুরীর সৈকতে আবেকে শ্রদ্ধা বালুশিল্পী সুদর্শনের
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন পদ্মশ্রী বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের(Tribute to former Japanese Prime Minister Shinzo Abe in sand painting by Sudarshan Patnaik)৷ শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আচমকাই গুলিবিদ্ধ হন ৷ তারপর কয়েকঘণ্টার লড়াই শেষে মৃত্যু হয় তাঁর (Shinzo Abe Died) ৷ এদিনই পুরীর সমুদ্র সৈকতে বালিতে চিত্র এঁকে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক(Tribute to Abe)৷
TAGGED:
Tribute to Abe