পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kanksa Tribals: আদিবাসী মহিলা হয়েছেন রাষ্ট্রপতি, খুশির হাওয়া কাঁকসার আদিবাসীদের মধ্যে - Tribal Woman Becomes President Air of Happiness Among Tribals of Kanksa

By

Published : Jul 21, 2022, 9:16 PM IST

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । আর এতে বেজায় খুশি কাঁকসার জঙ্গলমহলের আদিবাসীরা (Air of Happiness Among Tribals of Kanksa) । বৃহস্পতিবার দুর্গাপুর যুব মোর্চার পক্ষ থেকে কাঁকসার মলানদিঘি আদিবাসী পাড়ায় এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের আনন্দে ওই এলাকার আদিবাসী বয়স্ক মহিলা এবং পুরুষদের সম্বর্ধনা দেয় যুব মোর্চা । ধামসা-মাদলের সঙ্গে সঙ্গে নাচে-গানে সবুজ জঙ্গল জুড়ে আঁড় বাঁশির মনমাতানো সুর । মিষ্টি বিতরণ ও শিশুদের চকলেট বিতরণও করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি সন্তোষ মুখোপাধ্যায়, জেলা বিজেপির সহ-সভাপতি অনিরুদ্ধ বাজপায়ী ও যুব সহ-সভাপতি তরুণ দাস এবং অমল বন্দ্যোপাধ্যায়-সহ যুব মোর্চার কর্মীবৃন্দ । দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য গর্বিত কাঁকসার জঙ্গলমহলের আনাচেকানাচে থাকা আদিবাসীরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details