পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Train Service Disrupted: স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত পরিষেবা - হুগলি

By

Published : Aug 5, 2022, 3:10 PM IST

স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল (Train Service Disrupted) ৷ এই ঘটনার জেরে শুক্রবার কাটোয়া আপ লাইনে দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ন'টা থেকে ব্যান্ডেল-কাটোয়া লাইনের সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি জায়গায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয় ৷ ব্যান্ডেল থেকে নবদ্বীপ ও কাটোয়া যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের ৷ এর জেরে সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভ উগড়ে দেন ভুক্তভোগীরা ৷ তাঁদের বক্তব্য, প্রায় প্রতিদিনই নানা কারণে নির্ধারিত সময়ের থেকে দেরিতে ট্রেন চলে ৷ কিন্তু, এদিন তাঁদের ধৈর্যের সীমা অতিক্রম করে গিয়েছে ৷ সবথেকে বড় কথা, কী কারণে হঠাৎ করে পরিষেবা ব্যাহত হয়ে পড়ে, প্রথমে সেকথা রেলের তরফে ঘোষণা করা হয়নি বলেও অভিযোগ করেন যাত্রীরা ৷ ভবিষ্যতে যাতে এমন ঘটনা এড়ানো যায়, কর্তৃপক্ষের কাছে সেই আবেদন করেছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details