Heavy Rainfall in Himachal: প্রবল বর্ষণে ভেসে গেল ট্রাক্টর, দেখুন হাড়হিম করা ভিডিয়ো - tractor swept away in balad khad in baddi of himachal pradesh
হিমাচলে এখনও দাপট দেখাচ্ছে বর্ষা। টানা বর্ষণে নদী-নালার জলের উচ্চতাও বাড়ছে (Heavy Rainfall in Himachal)। শুক্রবার বাড্ডি সংলগ্ন খাদে হঠাৎ জল বৃদ্ধি পাওয়ায় একটি ট্রাক্টর নদীর মাঝখানে আটকে পড়ে। ট্রাক্টরটিতে ছিলেন তিনজন। কী করা উচিত বুঝতে না পেরে আরোহী তিনজন ট্রলির উপরেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন । কিন্তু জলের তোড়ে এরইমাঝে ট্রাক্টর ও ট্রলি উল্টে তিনজনই খাদে পড়ে যান ৷ তবে জলে পড়ার পর প্রবল স্রোতের মধ্যে দিয়েই সাঁতার কাটতে কাটতে নিরাপদ স্থানে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাক্টরটি খাদে নামিয়ে দেন । বাড্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দয়ারাম ঠাকুর জানান, ওই তিনজনই সাঁতার কেটে গিরিখাতের অন্যদিকে চলে যাওয়ায় বিপত্তি এড়ানো গিয়েছে ৷
Last Updated : Jul 30, 2022, 2:07 PM IST
TAGGED:
Heavy Rainfall in Himachal