Kashmir Heavy Snowfall : ভূস্বর্গে ব্যাপক তুষারপাত, লাল সতর্কতা উপেক্ষা করে আনন্দে মশগুল পর্যটকরা - IMD issued red alert for Kashmir yesterday
শুক্রবারই লাল সতর্কতা জারি করে মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিনে আরও বেশি করে তুষারপাতের সাক্ষী থাকবে ভূস্বর্গ (IMD issued red alert for Kashmir yesterday) ৷ আর শনিবারই পুরু বরফে ঢাকা কাশ্মীরের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ প্রবল তুষারপাতে ভূস্বর্গে বন্ধ রাস্তা ৷ তাতে কী ? ডাল লেকে বেড়াতে আসা পর্যটকরা লুফে নিচ্ছেন বরফের মজা ৷ বরফে ঢেকেছে গাড়ি-বাড়ি ৷ বরফের চাদরে মুড়েছে শিকারাও ৷ সবমিলিয়ে কোভিড আবহেও কাশ্মীরে যেন একটুকরো স্বর্গের সন্ধান পাচ্ছেন পর্যটকরা ৷
TAGGED:
Kashmir Heavy Snowfall