পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tortoise Meat Seized: কচ্ছপের মাংস বিক্রিতে বাধা বনদফতরের - উদ্ধার প্রায় 20 কেজি কচ্ছপের মাংস

By

Published : Jul 16, 2022, 8:21 PM IST

দু'হাজার টাকা কিলো দরে বিক্রি হচ্ছে কচ্ছপের মাংস। গোপন সূত্রে খবর পেয়ে, বাজারে হানা বনদফতরের (Tortoise Meat Seized by Forest Department)। উদ্ধার প্রায় 20 কেজি কচ্ছপের মাংস। যদিও অভিযুক্তরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায়। দুই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে, অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, "আমাদের প্রাথমিক অনুমান এই কচ্ছপগুলি সম্ভবত ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরা হয়ছে। চড়া দামে বিক্রি করার চেষ্টা চলছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ চলছে।

ABOUT THE AUTHOR

...view details