দলীয় নেতা খুনে আগামীকাল তুফানগঞ্জে 12 ঘণ্টার বনধ BJP-র
কোচবিহারে BJP নেতা খুনে আগামীকাল তুফানগঞ্জ মহকুমায় 12 ঘণ্টার বনধের ডাক দিল BJP ৷ পাশাপাশি এদিন তুফানগঞ্জ চামটা মোড়ে জাতীয় সড়কে মৃত BJP নেতার দেহ রেখে অবরোধ করে তারা । পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই বিষয়ে BJP নেত্রী মালতী রাভা বলেন, "কোচবিহার প্রশাসন শাসকদলের দলদাসে পরিণত হয়েছে ৷ আমরা একাধিকবার অভিযোগ করেছি ৷ লাভ হয়নি ৷ মানুষ আমাদের পাশে রয়েছে। তাই আগামীকাল তুফানগঞ্জে বনধ সর্বাত্মক হবে ৷"