TMC Candidate Chaos : প্রার্থী নিয়ে অসন্তোষ, মদনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের - tmc workers protest in front of madan mitra hosue
পৌর নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশের পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ । প্রথমবার প্রার্থীতালিকা প্রকাশের পর সংশোধন করে ফের তা প্রকাশ করা হয় । তারপরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রার্থীপদ না পাওয়া তৃণমূল কর্মীরা জায়গায় জায়গায় বিক্ষোভ দেখান (TMC Workers protest) ৷ বিক্ষোভ দেখানো হয় কামারহাটিতে মদন মিত্রের বাড়ির সামনেও ৷ কামারহাটির বিধায়ক বলেন, ‘‘আমাকে অন্ধকারে রেখে প্রার্থীদের নাম রাজ্য দফতরে পাঠানো হয়েছে ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷’’