মুর্শিদাবাদের 20-21টি বিধানসভা আসনে জিততেই পারি আমরা : শুভেন্দু - TMC will get 21 seats in Murshidabad in BidhanSabha election : Shubhendu Adhikari
আজ সন্ধ্যায় জঙ্গিপুরের ম্যাকেঞ্জি পার্কে দলীয় সভায় শুভেন্দু অধিকারী বলেন, "লোকসভা ভোটে আমরা এই জেলার 16টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছি । 20-21 টি বিধানসভা আরামসে জেতা যায় । এই ভরসা আমাদের আছে ৷ গত বিধানসভা ভোটে আমরা মাত্র চারটি আসনে জিতেছিলাম ।" দেখুন ভিডিয়ো...