পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোরোনা তাড়াতে যজ্ঞ তৃৃণমূলের, সমালোচলা মুকুলের - 38 নম্বর ওয়ার্ডে দমকলমন্ত্রী সুজিত বসু

By

Published : Oct 17, 2020, 7:43 PM IST

কোরোনার প্রকোপ দূর করতে এবার যজ্ঞ করল তৃণমূল কর্মী সমর্থকরা ৷ বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডে দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন কোরোনা প্যানডেমিকের প্রকোপ কমাতে যজ্ঞের আয়োজন করেন স্থানীয় কাউন্সিলর নির্মল দত্ত । এর আগে দেশের বহু জায়গায় কোরোনা তাড়ানোর উদ্দেশ্যে যজ্ঞের আয়োজন করে BJP নেতৃত্ব । তখন সমালোচনার মুখে পড়ে BJP । এবার একই কাজ করল তৃণমূল কংগ্রেস ৷ আর এই বিষয়ে BJP নেতা মুকুল রায়ের প্রতিক্রিয়া," একটি বড় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছিল, যে তারা শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের সমর্থন করে । সেখান থেকে বেরোনোর জন্য তারা নানা ধরনের অনুষ্ঠান করছে ৷"

ABOUT THE AUTHOR

...view details