পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bangaon TMC Protest : পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁয় তৃণমূলের মিছিল - পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধি

By

Published : May 16, 2022, 10:22 PM IST

প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিস, গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য। তারই প্রতিবাদে সোমবার বিকালে বনগাঁ শহরে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের বনগাঁ সংশোধিত জেলা নেতৃত্ব (TMC protest against fuel price hike) । এদিন বনগাঁ রামনগর রোডের মুখ থেকে প্রায় হাজার খানেক তৃণমূল কর্মী-সমর্থক নিয়ে মিছিল শুরু হয়। মিছিল বাটা মোড় মতিগঞ্জ মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয়। সেখানে তৃণমূল কর্মীরা উনুনে রান্না করেন এবং নরেন্দ্র মোদির কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দাহ করেন।

ABOUT THE AUTHOR

...view details