পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Coal Mine Expansion : তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খনি সম্প্রসারণের কাজ বন্ধ করার অভিযোগ - Sinduli Coal Mine

By

Published : Jun 4, 2022, 11:32 AM IST

1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও কয়লা খনি সম্প্রসারণের কাজ শুরু করতে পারল না ইসিএল (ECL) কর্তৃপক্ষ ৷ অণ্ডালের সিঁদুলি কোলিয়ারিতে (Sinduli Coal Mine) খনি সম্প্রসারণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত খান্দরা গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে (TMC Panchayet Pradhan Allegedly Stopped Coal Mine Expansion Work in Durgapur) ৷ যেখানে দেশজুড়ে কয়লার ঘাটতি ৷ সেখানে খনি সম্প্রসারণের কাজে বারবার বাধা দেওয়ার অভিযোগ জানিয়ে এ বার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে অভিযোগ জানিয়েছে ইসিএল কর্তৃপক্ষ ৷ আর সেই অভিযোগ করা হয়েছে, সরাসরি পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের কাছে ৷ এক মাস আগে যখন প্রথম কাজ বন্ধ করেন খান্দরা পঞ্চায়েত প্রধান, তখনও প্রশাসনের দ্বারস্থ হয়েছিল ইসিএল কর্তৃপক্ষ ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছেন খান্দরা গ্রামপঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী ৷

ABOUT THE AUTHOR

...view details