Saokat Molla : মাথা উঁচু করে যাব, ইডি দিয়ে চমকানো যাবে না : শওকত মোল্লা - তৃণমূল বিধায়ক শওকত মোল্লা
আবারও বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) । একটি সভা থেকে তিনি বলেন, "ইডি-সিডি দিয়ে শওকত মোল্লাকে ধমকানো চমকানো যাবে না ।" তাঁর এই মন্তব্যর পর পাশে দাঁড়াতে দেখা গেল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে । ক্যানিং 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার মঠেরদিঘি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ । যেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা-সহ একাধিক বিধায়করা । প্রত্যেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে ভৎসনা করে শওকত মোল্লার পাশে থাকার অঙ্গীকার করেন । উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ককে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই । নির্দিষ্ট দিনে নিজাম প্যালেসে উপস্থিত হয়নি বিধায়ক । পনেরো দিনের সময় নিয়ে হাজিরা এড়িয়ে যান । এই অবস্থায় প্রচুর মানুষকে নিয়ে এদিন রাজনৈতিক সমাবেশ যথেষ্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল ।