Bengal Civic Polls 2022 নির্বাচনী প্রচারে মমতার ভূয়সী প্রশংসা পার্থর - Bengal Civic Polls 2022
মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন ৷ 15 দিনের মধ্যেই দোষীরা শাস্তি পাবে, আনিস খান হত্যাকাণ্ড নিয়ে অশ্বাস দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বরাবর এই সম্প্রদায়ের মানুষদের বুক পেতে ঠেকিয়েছেন, বুধবার নদিয়া চাকদায় নির্বাচনী প্রচারে এসে দাবি করেন তৃণমূল নেতা মন্ত্রী ৷ বিজেপিকে অপ্রাসঙ্গিক দল বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, এদের নিয়ে আপনারা প্রশ্ন করেন ৷ আমরা উত্তর দিই, তাই এরা বেঁচে থাকে ৷ কাল থেকে আমরা উত্তর দেওয়া বন্ধ করে দিলে এরা বাঁচবে না (TMC Minister Partha Chatterjee says BJP is not an important Party) ৷
Last Updated : Aug 12, 2022, 4:05 PM IST