TMC Leader And Her Husband Allegedly Shoot : চাপড়া ব্লকের তৃণমূল সভানেত্রীর গাড়িতে গুলি - TMC Leader And Her Husband Allegedly Shoot
চাপড়া ব্লক তৃণমূল বঙ্গজননীর সভানেত্রী ও তাঁর স্বামীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে(TMC Leader And Her Husband Allegedly Shoot)। ঘটনাটি ঘটে নদিয়ার চাপড়া থানার গোয়ালডাঙ্গা খালের কাছে। সোমবার রাত বারোটা নাগাদ বাড়ি ফেরার পথে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁদের গাড়িতে । কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।