পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KMC Election 2021 Results: সিএবি থেকে কলকাতার ছোট লালবাড়ির অলিন্দে, তৃণমূলের টিকিটে জিতলেন বিশ্বরূপ - তৃণমূলের টিকিটে জিতলেন বিশ্বরূপ দে

By

Published : Dec 21, 2021, 5:23 PM IST

ক্রীড়া প্রশাসন থেকে রাজনীতির ময়দানে নেমে সোজা কলকাতার ছোট লালবাড়ির অলিন্দে পৌঁছে গেলেন বিশ্বরূপ দে ৷ এতদিন মূলত রাজ্যের ক্রিকেট সংস্থা সিএবি'র কর্মকরতা হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ কিন্তু এবারের কলকাতা পৌর নির্বাচনে 48 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের টিকিটে (TMC candidate Biswarup Dey wins from 48 number ward in KMC Election 2021) ৷ আর প্রথমবার ভোট ময়দানে নেমেই জয় পেলেন তিনি ৷ এবার থেকে তাঁর পরিচয় কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এই জয়ে আমি তৃপ্ত ৷ প্রদত্ত ভোটের 82 শতাংশ আমি পেয়েছি৷ ভোটের দিন এখানে শান্তিতে ভোট হয়েছে ৷ আমি রাজনীতি বুঝি না, অন্তর দিয়ে মানুষের সেবা করব ৷ এই জয় মমতা বন্দ্য়োপাধ্যায়কে উৎসর্গ করলাম ৷"

ABOUT THE AUTHOR

...view details