কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মেগা বাইক ব়্যালি - tmc
কৃষি বিল প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন ইশুতে বুদবুদের কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন হল শনিবার । এদিন বুদবুদের শ্যামসুন্দর পর থেকে সোয়াই, পণ্ডালি,কোটা ও ধরলা গ্রাম প্রদক্ষিণ করে শ্যামসুন্দর পুরে মিছিল শেষ হয় । এদিন মিছিলে প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে বাইক মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন আউশগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ। রামকৃষ্ণ ঘোষ জানিয়েছেন কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের উপর আইন প্রয়োগ করেছেন তাতে মরতে হবে কৃষকদের।