TMC 21st July Preparation: তুঙ্গে 21 জুলাইয়ের প্রস্তুতি, গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা - করোনা সংক্রমণ
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ তার মধ্যেই 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে (TMC 21st July Preparation) ৷ প্রত্যেক বছরের মতো, এ বারেও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে (Accommodation and Food Arrangement for TMC Workers) ৷ গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 20 হাজার তৃণমূল কর্মীর থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ আর সংক্রমণ বাড়ার কারণে, মাস্ক ও স্যানিটাইজারও রাখা হচ্ছে স্টেডিয়ামে ৷ বর্ষার কারণে ছাউনি তৈরি করা হয়েছে ৷ গীতাঞ্জলি পার্কের পাশাপাশি, সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের থাকা ও খাবারের ব্য়বস্থা করা হয়েছে ৷