Correctional Home: উপসংশোধনাগার থেকে তিন বন্দি পলাতক, চাঞ্চল্য এলাকায় - তিন বন্দি সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়
দুর্গাপুরের ফুলঝোড় উপসংশোধনাগার থেকে তিন বিচারাধীন বন্দি পলাতক (Three Under Trial Accused Escaped from Durgapur Correctional Home)। কুখ্যাত তিন আসামীর খোঁজে তল্লাশি দুর্গাপুরে। রবিবার দুপুর তিনটে নাগাদ তিন বন্দি সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। বিকেল চারটে নাগাদ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগারে ৷ এখনও পর্যন্ত তাদের কোনও হদিশ পাওয়া যায়নি। ডিআইজি কারা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এনিয়ে তদন্ত শুরু করেছেন । সাত বছর আগে ওই তিনজন গেটের রক্ষীদের মাদক মেশানো খাবার খাইয়ে পালিয়ে গিয়েছিল । তাদের খুঁজে পেতে চূড়ান্ত তল্লাশি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা।