Berhampore Bomb Blast : বল ভেবে সপাটে ব্যাট বোমায়, বিস্ফোরণে জখম তিন নাবালক
ক্রিকেট খেলার সময় বল ভেবে ব্যাট পড়ল বোমায় । আর তাতেই বিস্ফোরণ । বিস্ফোরণে গুরুতর জখম তিন নাবালক । ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার টিকটিকি পাড়ায় (Berhampore Bomb Blast) । তিনজনেরই বয়স 10-12 বছর । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট খেলার বল না থাকায় আশিফ শেখ বাড়ি থেকে বলের আকৃতি সুতলি জড়ানো একটি বস্তু আনে । বল করছিল আশিফ শেখ । ব্যাট করছিল মামন আলি । উইকেট কিপিং করছিল জুয়েল শেখ । উল্টোদিক থেকে ‘বল’ আসতেই ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন মামন । সঙ্গে সঙ্গে বিস্ফোরণ । তড়িঘড়ি তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় । আশিফ শেখের বাড়িতে কিভাবে বোমা এল তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।