US Dollars : মুদ্রা বিনিময়ের নামে প্রতারণা, আমেরিকান ডলার-সহ গ্রেফতার তিন - US Dollars
আমেরিকান ডলার-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ (US Dollars) । মুদ্রা বিনিময়ের নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি-সহ তিনজনকে গ্রেফতার করল ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আমেরিকান ডলার । রবিবার রাতে তাদেরকে ধরা হয় দক্ষিণ 24 পরগনা জেলার ঘুঁটিয়ারী শরীফের হালদার পাড়া এলাকা থেকে । ধৃতদের নাম মহম্মদ আলি বেপারি, মহম্মদ হারুণ ও কল্যাণী বিশ্বাস । তাদের কাছ থেকে 40টা আমেরিকান নোট, তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে ।