ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে লকডাউন হবে না রাজ্যে: ফিরহাদ হাকিম - কোরোনা
1 আগস্ট বখরি ইদের দিন রাজ্যে লকডাউন জারি থাকবে না বলে জানিয়েছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । গতকাল স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে বলে ঘোষণা করেছেন । সেক্ষেত্রে চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন হওয়ার কথা । এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান, "কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান লকডাউনকে ভুল বুঝে তার বিরোধিতা করছে ৷ পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য । এখানকার সরকার নিরপেক্ষতায় বিশ্বাস করে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিনই কারও ধর্মীয় আবেগে আঘাত করেননি এবং আগামীদিনেও করবেন না । তাই যেমন হিন্দুদের পূজা পার্বণে লকডাউন হবে না তেমনই মুসলমান ধর্মের মানুষের অনুষ্ঠানেও লকডাউন হবে না । একইভাবে খ্রীষ্টানদের জন্যও তাঁদের উৎসবের দিন লকডাউন করা হবে না রাজ্যে । সব ধর্মকে শ্রদ্ধা করি আমরা ৷ তাই কোনও ধর্মের মানুষের ভাবাবেগকে আঘাত করে রাজ্য সরকার লকডাউন করবে না।"