পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mohammed Salim: দক্ষিণ ও উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত চলছে, দাবি সেলিমের

By

Published : Jul 19, 2022, 8:46 PM IST

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে । এক দশকে দার্জিলিংয়ে কোনও উন্নতি হয়নি । খালি দুর্নীতিগ্রস্থরা নেতা হয়েছে । মঙ্গলবার এমনভাবেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim slams Bengal and Central Govt) ৷ এদিন দার্জিলিং জেলা সিপিমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে জেলা কমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভা আয়োজিত হয় । তার আগে সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা পৃথক রাজ্য গোর্খাল্যান্ড নিয়ে সরব হন মহম্মদ সেলিম । পাশাপাশি এদিন তিনি বলেন, "আমাদের অবশ্যই সাংগঠনিক দুর্বলতা রয়েছে । অনেকে দল ছেড়ে গিয়েছে । আবার অনেক নতুন সদস্যরাও এসেছে । একমাত্র সিপিএম যারা নতুন নেতা তৈরি করেছে । বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মতো অন্য দল থেকে রিসাইকেল বা ভেঙে নিয়ে আসেনি ।" পাশাপাশি তিনি বলেন, "রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল । কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় নরেন্দ্র মোদি সেটিকে কল্যাণীতে নিয়ে গিয়েছে । ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে আলাদা করার চক্রান্ত চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details