পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কাকদ্বীপ মৎস্যবন্দরে ঢোকার মুখে ট্রলারে আগুন

By

Published : Jul 7, 2020, 2:13 PM IST

আগুনে পুড়ে গেল ট্রলার ৷ ঘটনাটি কাকদ্বীপের মৎস্যবন্দর এলাকার ৷ এম ভি মা তারা নামে ওই ট্রলারটি যখন বন্দরে ঢুকছিল তখন আগুন লেগে যায় । প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রলারের ওয়ারলেস টাওয়ারের সঙ্গে হাইটেনশন ইলেকট্রিক তারের সংঘর্ষের ফলে আগুন লাগে সেটিতে । ঘটনায় ট্রলারের এক মাঝি জখম হয়েছেন । দ্রুত তাঁকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । সেখানে চিকিৎসা চলছে তাঁর । ট্রলারে আগুন লাগার সঙ্গে সঙ্গে বাকি কর্মচারীরা নদীতে ঝাঁপ দেন । তারপর সেখান থেকে সাঁতরে ডাঙায় উঠে যান । কিন্তু ওই মাঝি দ্রুত না নামতে পাড়ায় আগুন লেগে জখম হন । প্রথমে মৎস্যজীবীরা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । খবর যায় কাকদ্বীপ দমকল দপ্তরেও । প্রায় ঘণ্টা খানেকের এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । অন্যদিকে, পার্শ্ববর্তী ট্রলারগুলিকে দ্রুত সরিয়ে নিয়ে গেছে মৎস্যজীবীরা ।

ABOUT THE AUTHOR

...view details