গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানাল রাজ্য - পূণ্যার্থী
গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের রায়কে স্বাগত জানাল রাজ্য সরকার । পাশাপাশি বেশি পুণ্যার্থী আসতে পারে তা ধরে নিয়ে প্রশাসন তৈরি বলে জানিয়ে দিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । বুধবার মেলা থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি । বলেন,"সাগরমেলা নিয়ে আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। এখন স্নান করা নিয়ে কোনও নিষেধ থাকছে না । এছাড়া আদালতের নির্দেশ মেনে প্রশাসন স্নানের সমস্ত ব্যবস্থা করবে। তবে এই রায় আগে পেলে একটু ভালো হত। এই রায়ের ফলে পুণ্যার্থীর সংখ্যা বেশ কিছু বাড়বে। পুণ্যার্থী না এলে সরকারের প্রচুর লোকসান হত।" এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস, শোভনদেব চ্যাটার্জি, সুজিত বসু, মণীশ গুপ্ত ও বঙ্কিম হাজরা।