পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দুর্গাপুরে বনধের বিরোধিতায় রাস্তায় নামল INTTUC - শিল্পশহর দুর্গাপুর

By

Published : Nov 26, 2020, 7:53 AM IST

CITU সহ বেশকিছু শ্রমিক সংগঠনের ডাকে 24 ঘণ্টা সারা ভারত ধর্মঘটে সকালের দিকে শিল্পশহর দুর্গাপুরে প্রভাব সেভাবে চোখে পড়ল না । শ্রমিকরা কারখানায় যোগ দিতে গেলেন । এমনকী বনধ সমর্থনকারীদের দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় দেখা গেল না । উলটে রাস্তায় নেমে বনধের বিরোধিতা করতে দেখা গেল শাসকদলের শ্রমিক সংগঠন INTTUC-কে । পাশাপাশি পর্যাপ্ত পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা আছে দুর্গাপুর স্টিল টাউনশিপ এর বিভিন্ন রাস্তায় ।

ABOUT THE AUTHOR

...view details