"এবার গরিব কল্যাণ রোজগার যোজনার সুবিধা পাবেন পুরুলিয়াবাসী" - নেপাল মাহাত
গরিব কল্যাণ রোজগার যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে পুরুলিয়া জেলাকে ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ৷ নেপাল মাহাতর অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট পুরুলিয়া জেলাশাসককে নির্দেশ দেয় এই প্রকল্পের আওতায় যাতে পুরুলিয়া জেলাকে অন্তর্ভুক্তিকরণ করা হয় সে বিষয়ে সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানোর পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷