পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্বাস্থ্যবিধি মেনেই চলছে শতাব্দী প্রাচীন দুর্গাপুর ভিড়িঙ্গি কালী মন্দিরের পুজো - corona awareness in bhiringi kali puja

By

Published : Dec 13, 2020, 6:44 PM IST

প্রায় 170 বছরের পুরোনো দুর্গাপুর ভিড়িঙ্গি শ্মশান কালী মন্দিরের পুজো । সারা দেশের বহু ভিভিআইপি এই কালীমন্দিরে এসে মায়ের পুজো দিয়ে যান । বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় ,সুরিন্দর সিং আলুওয়ালিয়া থেকে অনেকেই এই মন্দিরে এসেছেন । কিন্তু এবার পরিস্থিতি আলাদা । কোরোনা পরিস্থিতিতে মন্দিরে রয়েছে চূড়ান্ত সর্তকতা । মাস্ক ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না । দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ৷ পুরোহিতদেরও মাস্ক পরে পুজো করতে দেখা গেল । উদ্যোক্তারা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই ভক্তদের দাঁড়াতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details