যশের প্রভাবে কলকাতা আউটট্রাম ঘাটের অবস্থা - yaas cyclone
যশের প্রভাব কলকাতায় তুলনামূলক অনেকটা কম হলেও, নদীর জল ফুলে উঠেছে ৷ যদিও ভরাকোটাল চলছে । কলকাতার আউটট্রাম ঘাটের জল অনেকটা উঠে এসেছে । সিঁড়ি ডুবে গিয়েছে। গাছপালাও কিছুটা ডুবে গিয়েছে। আউটট্রাম ঘাটের যে চেনা ছবিটা দেখা যায় তা আজ অনেকটা আলাদা । যশ মোকাবিলায় রাজ্যে প্রশাসন তৎপর, ইতিমধ্যেই এনডিআরএফ-এর একটি দল নজরদারি রাখছে । কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের একটি স্পিড বোর্ট অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিষয়টি রেকর্ড করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে পাঠাচ্ছে ৷ সেখানে রয়েছেন পুলিশ অধিকর্তারা।