পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TET Passed Students Agitation : মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে হতাশ টেট উত্তীর্ণ চাকুরিপ্রার্থীরা - পুরুলিয়ার সার্কিট হাউস

By

Published : May 31, 2022, 6:43 PM IST

Updated : May 31, 2022, 7:04 PM IST

মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস ও সামান্য সহানুভূতি চেয়েছিলেন পুরুলিয়ার টেট উত্তীর্ণ চাকুরিপ্রার্থীরা। সেই মর্মে মঙ্গলবার সাত-সকালেই চাকুরিপ্রার্থীরা পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়ার সার্কিট হাউসে। কিন্ত বাদ সাধলেন রাজ্য পুলিশ। নিরাপত্তার দোহাই দিয়ে তাঁদের কোনও প্রতিনিধিকেই দেখা করতে দেওয়া হল না মুখ্যমন্ত্রীর সঙ্গে (TET Passed Students Agitation) । তবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য চিঠি পাঠালেন নিরাপত্তারক্ষীদের মাধ্যমে । শেষমেষ কনভয় যাওয়ার পথে রাস্তায় দাঁড়াতেও বাধার মুখে পড়তে হল চাকুরিপ্রার্থীদের। "দিদি তোমার সাক্ষাৎ চাই" পোস্টারে লিখে রাস্তায় দাঁড়িয়েও সাক্ষাৎ মিলল না মুখ্যমন্ত্রীর। তাই শেষমেশ বিফল হয়ে বাড়ি ফিরতে হল 2014 টেট পরীক্ষার উত্তীর্ণদের।
Last Updated : May 31, 2022, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details