পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিজেপির কর্মসূচিতে উত্তেজনা উদয়নারায়ণপুরে, ভাঙচুর গাড়ি-বাড়ি - উদয়নারায়ণপুর

By

Published : Dec 4, 2020, 10:56 PM IST

বিজেপির বাইক র‍্যালির শেষে উত্তেজনা হাওড়ার উদয়নারায়ণপুরে । বেশ কয়েকটি বাড়ি, গাড়ি ভাঙচুর ও বোমাবাজি অভিযোগ । গোটা ঘটনা নিয়ে একে অপরের দিকে অভিযোগ বিজেপি ও তৃণমূলের। তৃণমূলের অভিযোগ উদয়নারায়ণপুরে খোশালপুর বিজেপির সশস্ত্র বাইক মিছিল যাওয়ার সময় এলাকার সাধারণ মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয় । তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয়। বিজেপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে হামলা চালিয়েছে তৃণমূল সমর্থকরা ৷ তাদের গাড়িও ভাঙচুর করা হয়, পালটা তৃণমূলের অভিযোগ তাঁদের সমর্থকের বাড়ি ভাঙচুর করেছে বিজেপি কর্মী সমর্থকরা ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details