পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Corona Scare in Purulia : করোনা থাবায় বন্ধ হল পুরুলিয়া সদর থানা - temporary closure of purulia town police station as three personnel test covid positive

By

Published : Jan 6, 2022, 12:32 PM IST

গোটা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও ফের নতুন করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা (Corona Cases increasing in Purulia) ৷ স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন আরও 104 জন ৷ করোনার থাবায় এবার তালাবন্ধ হয়ে গেল পুরুলিয়া সদর থানায় (temporary closure of purulia town police station) । এই থানার তিন পুলিশ কর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে পুরুলিয়া সদর থানার মূল দরজা । সাময়িক সময়ের জন্য এই থানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে পুরুলিয়া সদর ফাঁড়িতে । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে করোনায় আক্রন্ত হয়েছেন নিতুরিয়া ও কাশীপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ বর্তমান করোনা আবহে জেলাজুড়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জেলা পুলিশের তরফে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details