Corona Scare in Purulia : করোনা থাবায় বন্ধ হল পুরুলিয়া সদর থানা - temporary closure of purulia town police station as three personnel test covid positive
গোটা রাজ্যের পাশাপাশি পুরুলিয়াতেও ফের নতুন করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা (Corona Cases increasing in Purulia) ৷ স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন আরও 104 জন ৷ করোনার থাবায় এবার তালাবন্ধ হয়ে গেল পুরুলিয়া সদর থানায় (temporary closure of purulia town police station) । এই থানার তিন পুলিশ কর্তার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই বন্ধ করে দেওয়া হয়েছে পুরুলিয়া সদর থানার মূল দরজা । সাময়িক সময়ের জন্য এই থানার যাবতীয় কাজকর্ম করা হচ্ছে পুরুলিয়া সদর ফাঁড়িতে । জেলা স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে করোনায় আক্রন্ত হয়েছেন নিতুরিয়া ও কাশীপুর ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা করোনায় আক্রান্ত হয়েছেন ৷ বর্তমান করোনা আবহে জেলাজুড়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জেলা পুলিশের তরফে ৷
TAGGED:
Corona Scare in Purulia