পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Young Man died: মদ্যপ চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু কিশোরের - মদ্যপ চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু কিশোরের

By

Published : Jun 28, 2022, 2:13 PM IST

মদ্যপ অবস্থায় চিকিৎসার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ গাফিলতিতে মৃত্যু কিশোরের (Teenage died due to negligency of a doctor) ) ৷ ঘটনাটি কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের । যুবকের নাম নয়ন গোয়ালা ৷ বয়স 19 বছর ৷ বাড়ি কল্যাণী 7 নম্বর ওয়ার্ডে মানিকচর এলাকায় ৷ জানা গিয়েছে, সোমবার রাতে কল্যাণী 7 নম্বর ওয়ার্ডের অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে কিশোরের গায়ে অ্যাকোরিয়াম পড়ে যায়, এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে অন্যত্র স্থানান্তরিত করার জন্য তৈরি হচ্ছিল কাগজপত্র । হঠাৎ করেই মদ্যপ অবস্থায় কর্তব্যরত এক চিকিৎসক তাঁর হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়‌ নয়নের । তারপর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । মঙ্গলবার সকালে মৃত্যু হয় ওই কিশোরের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details