পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Rakhi Bandhan: পড়ুয়াদের পরিবেশমুখী করতে প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে রাখি তৈরির উদ্যোগ শিক্ষকদের

By

Published : Aug 10, 2022, 10:52 PM IST

করোনার জেরে দু'বছর বন্ধ ছিল স্কুল। এখন হয়েছে স্বাভাবিক। দু'বছর পর শৈশবকে ফের প্রকৃতি ও পরিবেশের মধ্যে ফিরিয়ে আনতে রাখিবন্ধন উৎসবকেই হাতিয়ার করছে বিদ্যালয় (Teachers Initiative to Make Rakhi by Students in Daspur)। তাই ফলের বীজ, ধান, পাতা দিয়ে তৈরি করা হচ্ছে রাখি। একদিকে যেমন এই রাখিবন্ধন উৎসবকে ঘিরে রাখি বাঁধার জন্য স্কুল এবং স্কুলের বাইরের মানুষজনের কাছে যাবে। তেমনই প্রকৃতিজাত ওই উপকরণগুলি ব্যবহারের মাধ্যমে তাদের প্রকৃতি পরিচয় ঘটাবে। নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনা ও কৌশলের পাশাপাশি প্রকৃতির এই নিবিড় পাঠ শিশুমনকে বিকশিত করার সহায়ক।

ABOUT THE AUTHOR

...view details