Suvendu Adhikari: অশুভ শক্তির বিনাশ চেয়ে মা কালীর শরণাপন্ন শুভেন্দু - আমডাঙায় করুণাময়ী মন্দিরে শুভেন্দু অধিকারী
"আজ কোনও রাজনৈতিক কর্মসূচিতে আসিনি(Suvendu Adhikari)৷ বিরোধী দলনেতা বা রাজনৈতিক নেতা হিসেবে নয়, আজ একজন ভক্ত হিসেবে মায়ের পুজো দিতে এসেছি ৷ তাই আজ রাজনীতির কোনও কথা বলব না ৷" মঙ্গলবার দুপুরে উত্তর 24 পরগনার করুণাময়ী মন্দিরে এসে পুজো দেওয়ার পর এমনই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari worshipped to god at Amdanga karunamoyee temple in North 24 Pargana)৷