Suvendu at Deucha Pachami : রাজনীতি চাইছে না দেউচা, তবু পাশে থাকার আশ্বাস শুভেন্দুর - Suvendu at Deucha Pachami
দেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari at Deucha Pachami) । এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা দেউচা পাচামি আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন করছি ৷ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে ওরা আন্দোলন করছে ৷ দেউচা পাচামি ভূমি রক্ষা আন্দোলনকারীদের আমরা সমর্থন করি । আন্দোলনকারীদের পাশে বিজেপি আছে, পরেও থাকবে ৷" এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে তাঁদের সব অভিযোগ তিনি শোনেন ৷ যদিও বীরভূম জমি, জীবন-জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার নেতা গণেশ কিস্কু বলেন, "আমরা কোনও রাজনৈতিক দলকে আমাদের আন্দোলনে সামিল করতে চাই না। তাই যে সব রাজনৈতিক দল এসেছে তাদেরকে আমরা ফিরিয়ে দিয়েছি।"