পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suvendu Slams Abhishek: কয়লা ভাইপোকে বলবেন ত্রিপুরাতে তোলামূল পার্টি চতুর্থ হবে: শুভেন্দু - বিধায়ক অগ্নিমিত্রা পল এবং লক্ষণ ঘড়ুই

By

Published : Jun 14, 2022, 8:54 PM IST

"কয়লা ভাইপোকে বলবেন ত্রিপুরাতে তোলামূল পার্টি চতুর্থ হবে" দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Slams Abhishek Banerjee in BJP Party Meeting)৷ মঙ্গলবার দুর্গাপুরের স্টিল মার্কেট পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দলের দুই বিধায়ক অগ্নিমিত্রা পল এবং লক্ষণ ঘড়ুই। সম্প্রতি হাইকোর্টের বিভিন্ন রায় প্রসঙ্গে শুভিন্দু অধিকারী তাঁর নিজস্ব অভিমত তুলে ধরেন।

ABOUT THE AUTHOR

...view details