পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suvendu Adhikari on Arjun Singh : অর্জুন সিংয়ের দলবদলের অধিকার আছে : শুভেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত? - Suvendu Adhikari on Speculation of Arjun Singh Joining TMC

By

Published : May 22, 2022, 10:26 AM IST

অর্জুন সিংকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার পড়েছে ব্যারাকপুরে ৷ এনিয়ে তৃণমূল ও বিজেপি দুই শিবিরেই চাপানউতর শুরু হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে (Suvendu Adhikari on Speculation of Arjun Singh Joining TMC) ৷ বারাসতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘অর্জুন সিংয়ের অন্য দলে যাওয়ার অধিকার আছে ৷’’ তবে অর্জুন সিং তাঁর বিজেপি ছাড়া বা তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি ৷ এ প্রসঙ্গে শুভেন্দু জানান, অর্জুনের এই দাবি তাঁর মুখের কথা, না মনের কথা সেটা সময়ই বলবে ৷ তবে শুভেন্দুর দাবি, তাঁর সঙ্গে ব্যারাকপুরের সাংসদের সম্পর্ক খুবই ভাল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details