Suvendu Adhikari targets Mukul Roy : মুকুল রায়কে ‘পাগল’ বলে কটাক্ষ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী
মুকুল রায়কে সরাসরি ‘পাগল’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari labelling Mukul Roy as a Mad) ৷ লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে রাজ্য সরকার সোমবার একটি বৈঠকের ডাক দেয় ৷ বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুকেও সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ৷ কিন্তু, শুভেন্দু বৈঠক বয়কট করেন ৷ এ নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় তাঁর সমালোচনা করেন বলে অভিযোগ ৷ পাল্টা শুভেন্দু বলেন, ‘‘এই অধ্যক্ষের আমলেই শাসকদলের সদস্যকে পিএসসি-র চেয়ারম্যান করা হয়েছে ৷ তিনি নাকি আবার মানসিক ভারসাম্যহীন ৷ মানে চলতি কথায় যাকে পাগল বলা হয় !’’ প্রসঙ্গত, এই মুহূর্তে পিএসসি-র চেয়ারম্যান হলেন মুকুল রায় ৷ যাঁর সাম্প্রতিক একাধিক মন্তব্য অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসকদলকে ৷ প্রশ্ন উঠেছে মুকুলের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও ৷