পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suvendu Adhikari: দুর্নীতির অভিযোগে গ্রেফতার পারিবারিক চালক, শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী - শুভেন্দু অধিকারী

By

Published : Jul 13, 2022, 1:01 PM IST

একের পর এক দুর্নীতির মামলায় নাম জড়াচ্ছে কাঁথির (Contai) অধিকারী পরিবারের (Adhikari Family) ৷ রাঙামাটি শ্মশান দুর্নীতির পর গ্রিন সিটি দুর্নীতিতেও কাঠগড়ায় তোলা হয়েছে অধিকারী পরিবারকে ৷ এদিকে, মঙ্গলবারই শ্মশান দুর্নীতি মামলায় দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা অধিকারী পরিবারের মেজো ছেলে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে অস্বীকার করেন ৷ বদলে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৷ তাঁর ইঙ্গিত, পুরোটাই আদতে রাজ্য সরকারের ষড়যন্ত্র ৷ শুভেন্দু বলেন, এই ঘটনা প্রসঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) প্রশ্ন করা উচিত ৷ তিনিই এর সবথেকে ভালো উত্তর দিতে পারবেন ৷ যেকোনও মূল্যে তাঁকে আটকানোই মুখ্যমন্ত্রীর লক্ষ্য বলে অভিযোগ করেন শুভেন্দু ৷ এর জন্য তিনি ক্ষমতার অপব্যবহার করছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতেও যে মমতাকে ধাক্কা খেতে হয়েছে, তাও উল্লেখ করেন বিজেপি বিধায়ক ৷

ABOUT THE AUTHOR

...view details