Suvendu Adhikari : ত্রিপুরার পৌরভোটে দাঁড়ালে নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল : শুভেন্দু - প্রচার
তৃণমূলের ক্ষমতা থাকলে ত্রিপুরায় আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী দিয়ে দেখাক ৷ দিলে নোটার থেকেও কম ভোট পাবে ! ঠিক এই ভাষাতেই পুরনো দলকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সোমবার উপনির্বাচনের প্রচারে দক্ষিণ 24 পরগনার গোসাবায় আসেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘‘যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিনই তৃণমূল ত্রিপুরায় খাতা খুলতে পারবে ৷’’ বিধানসভা উপনির্বাচনে গোসাবায় বিজেপির প্রার্থী পলাশ রানা ৷ এদিন তাঁরই সমর্থনে প্রচার কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু ৷