Suvendu on SSC Corruption Case : এসএসসি দুর্নীতিতে শুভেন্দুর নিশানায় অভিষেক, পার্থকে গ্রেফতারের দাবি - এসএসসি দুর্নীতি
ভাইপোর এজেন্টরা টাকার বিনিময় চাকরি দিয়েছে ৷ বঞ্চিত করা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত যুবক-যুবতীদের ৷ এসএসসি দুর্নীতিতে বাগ কমিটির রিপোর্টে 381টি ভুয়ো নিয়োগের তথ্য সামনে আসতেই শাসকদলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ যেখানে সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করলেন তিনি (Suvendu Adhikari Alleged that Abhishek Banerjee Involved in SSC Corruption Case) ৷ সেই সঙ্গে তাঁর দাবি, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীর চোখের জল বেকার যেতে পারে না ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলে এসএসসি দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নাম বেরিয়ে আসবে ৷ এ দিন নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় মৃত দেবব্রত মাইতির স্মরণসভায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷