পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উলুবেড়িয়ায় ল্যাডলো জুটমিলের সামনে উত্তেজনা, রেললাইনে অবরোধ বামেদের - উলুবেড়িয়া ল্যাডলো জুট মিল

By

Published : Nov 26, 2020, 12:26 PM IST

উলুবেড়িয়া ল্যাডলো জুটমিলের সামনে বাম-কংগ্রেস ও তৃণমূল শ্রমিক সংগঠনের জমায়েত ঘিরে উত্তেজনা । তৃণমূল শ্রমিক সংগঠনের সর্মথকরা মিলে জমায়েত করে কাজে যোগ দেয়ার আহ্বান করেন । পালটা মিলের গেট বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা । স্লোগান দিতে থাকেন । এদিকে 2 নম্বর জাতীয় সড়কে বালি হল্টের কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন ধর্মঘট সমর্থকরা । বেলানগর স্টেশনেও অবরোধ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details