পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Sujan Slams State Govt: চপ শিল্প নিয়ে গবেষণাপত্র! চাটুকারিতার সীমা থাকা উচিত দাবি সুজনের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ শিল্প ধারণায় অনুপ্রাণিত হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চপ শিল্প

By

Published : Jul 20, 2022, 8:00 PM IST

চপ শিল্প নিয়ে গবেষণা হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ৷ এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Slams State Govt on Raiganj University Research Paper) । তিনি বলেন, "ছ্যাবলামোর সীমা থাকা উচিত। চাটুকারিতার সীমা থাকা উচিত।" চাটুকারিতা করে অনৈতিক পদ্ধতিতে চাকরি বা অন্যান্য সুযোগ-সুবিধা পেতেই এই কর্মকাণ্ড।" তাঁর আরও বক্তব্য, বহু যুগ আগে থেকে 'তেলেভাজা বা চপের' প্রচলন রয়েছে রাজ্যে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আসে কোথা থেকে ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details